প্রকাশিত: Thu, Apr 6, 2023 2:17 AM
আপডেট: Mon, Jan 26, 2026 12:25 PM

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের প্রয়াণ দিবস, তিনি ‘৬০০’ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন

আশিক নূরী : [১] আসল নাম আবদুস সামাদ ‘টেলি সামাদ নামেই অধিক পরিচিত’ ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি গায়ক এবং সঙ্গীত পরিচালক ছিলেন। [২] টেলি সামাদ ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তার বড় ভাই চারুশিল্পী আব্দুল হাই। 

[৩] টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রে কৌতুকাভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি ‘নয়নমনি’ ও ‘পায়ে চলার পথ’ এর মত চলচ্চিত্রের মাধ্যমে দর্শকপ্রিয়তা লাভ করেন। এছাড়াও তিনি ‘মনা পাগলা’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ৫০টির মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। সামাদ অভিনয়জীবনে চার দশকে ৬০০’র মত চলচ্চিত্রে অভিনয় করেন। 

[৪] বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাক নাম দিয়েছিলেন টেলি সামাদ। তারপর থেকে তিনি এ নামেই পরিচিত হন। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘কুমারী মা (২০১৩)’, ‘সাথী হারা নাগিন (২০১১)’, ‘মায়ের চোখ (২০১০)’, ‘আমার স্বপ্ন আমার সংসার (২০১০)’, ‘রিকসাওয়ালার ছেলে (২০১০)’, ‘কাজের মানুষ (২০০৯)’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯)’ ও ‘ভাত দে’ প্রভৃতি। দর্শকপ্রিয় এই কৌতুক অভিনেতা ২০১৯ সালের ৬ এপ্রিল অসুস্থতাজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রয়াত হন।